ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের কাগজপত্র দেখালেন শাকিব খান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ২ আগস্ট ২০১৮

ঢালিউড কিং শাকিব খান আজ আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছেন। তিনি তার ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে পুরান ঢাকা যাচ্ছিলেন। মতিঝিল শাপলা চত্বরে আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে পড়ে গাড়ি থামান। এরপর শাকিব খান তার গাড়ির জানালা খুলে তাদের সঙ্গে কথা বলেন। এসময় শিক্ষার্থীরা তাঁর গাড়ির কাগজপত্র ও লাইসেন্স যাচাই করে।  

কাগজপত্র দেখার পর সবকিছু ঠিক থাকায় শিক্ষার্থীরা তা ফেরত দেয়। এ সময় শাকিব খান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘তোমাদের এ আন্দোলন যৌক্তিক। আমি আছি এর সঙ্গে’। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।

শাকিব খান গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে ভিজে শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করছে- এটা বেশ ইতিবাচক। শুটিংয়ের কস্টিউম পরা না থাকলে আমি শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে যেতাম।

তিনি বলেন, আজকে যে কোমলমতি শিক্ষার্থীরা দাবি আদায়ে রাস্তায় যে আন্দোলন করছে, সেটা আমাদের বড়দের করার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা ব্যর্থ হয়েছি। বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখছে, তারপর গাড়ি ছাড়ছে, শৃঙ্ক্ষলাবদ্ধভাবে চলাচলে সহায়তা করছে। কি সুন্দর দৃশ্য! দেখে আমি সত্যিই আবেগ প্রবণ হয়ে পড়েছি।

শাকিব আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চই বিষয়টি দেখছেন। আমরা তাঁর ওপর আস্থা রাখি। এই নৈরাজ্য সৃষ্টিকারী, ঘাতকদের শাস্তি দিয়ে এই অরাজকতা দূর করবেন। আমি আশু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এসি     

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি